Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি ক্যাম্প পোড়ানোর অভিযোগে বিএনপির ৪ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২১ ১৭:৪৭

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্প পোড়ানোর অভিযোগে বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক চার জন হলেন— থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শিহাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান নওশাদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের, পৌর বিএনপির সাবেক দফতর সম্পাদক ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এ জেড মিজান ও বিএনপিকর্মী খোকন হোসেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এই চার জনের আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নজিপুর পৌরসভা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনি ক্যাম্প বসিয়েছিলেন। সেই নির্বাচনি ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সারাবাংলা/টিআর

নজিপুর পৌর নির্বাচন নির্বাচনি ক্যাম্প নির্বাচনি ক্যাম্প পোড়ানো বিএনপির ৪ নেতাকর্মী আটক