Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোবানার সংবাদিক সম্মেলনে অামন্ত্রিত আসাদুজ্জামান নূর


১৮ মার্চ ২০১৮ ১৬:০০ | আপডেট: ২০ মার্চ ২০১৮ ২৩:৪৫

।। ফ্লোরিডা থেকে।।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরে জুলাইয়ে অনুষ্ঠিতব্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩২তম সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে আগামী ২৪ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে ফোবানা। সাংবাদিক সম্মেলনে অংশ নেওয়ার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনের নেতারা।

শনিবার (১৭ই মার্চ) ফ্লোরিডার পাম বিচে আসাদুজ্জামান নূরের সঙ্গে দেখা করে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন ফোবানা সম্মেলনের কনভেনার জসীম উদ্দীন ও সদস্য সচিব নাহিদুল খান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফোবানার সাবেক  চেয়ারম্যান আজাদুল হক।

আগামী ২৪ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপ লাউঞ্জে ফোবানার সংবাদ সম্মেলনের কথা রয়েছে। সংবাদ সম্মেলনের আয়োজন করবে, ফোবানা এক্সিকিউটিভ কমিটি এবং ফোবানা সম্মেলন আয়োজক কমিটি। এতে উপস্থিত থাকবেন, ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান, এক্সিকিউটিভি সেক্রেটারি শাহ হালিম, ৩২তম ফোবানা স্বাগতিক কমিটির সভাপতি ডিউক খান, কনভেনার জসিম উদ্দীন, সদস্য সচিব নাহিদুল খানসহ অনেকে।

সাংবাদিক সম্মেলনে দেশের ও প্রবাসের সাংবাদিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/আইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর