Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দলের সিদ্ধান্ত না মানলে শুধু মনোনয়ন নয়, পদও বঞ্চিত হবেন’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২১ ১৮:৫২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ২৩:০৪

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে সকল নেতাকর্মীরা দলের সিদ্ধান্ত মানবেন না, তারা ভবিষ্যতে শুধু মনোনয়ন-ই নয়, গুরুত্বপূর্ণ কোনো পদও পাবেন না।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে তিনি তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়নি বলেও জানান তিনি।

ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াসই বিএনপির স্বভাব বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনার শুরুতে যারা ব্যাপক অপপ্রচার চালিয়েছে, তারাই এখন নতুন করে অপপ্রচার শুরু করছে টিকা নিয়ে। দেশে করোনার সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা, অসহায় মানুষের সুরক্ষা এবং জীবন-জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। ফলে করোনায় দেশে আশঙ্কা অনুযায়ী ক্ষয়ক্ষতি হয়নি।’

করোনার টিকা সরকার এত ত্বড়িৎগতিতে ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বলেই বিএনপির আজ গাত্রদাহ হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। সরকারের জননন্দিত কাজের প্রশংসা বিএনপির অভিধানে নেই বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অন্ধ সমালোচনার বৃত্তেই আবর্তিত হতে থাকুক আর আত্মদহনে দগ্ধ হতে থাকুক। সরকার শেখ হাসিনার সাহসী নেতৃত্বে করোনা পরিস্থিতি ব্যবস্থাপনার মতো টিকা সংগ্রহ এবং টিকা দেওয়ার কার্যক্রমও স্বচ্ছতা ও সফলতার সঙ্গে শেষ করবে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘যারা এর আগে স্থানীয় সরকার বা অন্য কোনো নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের মনোনয়ন দেওয়া হচ্ছে না বা হবে না। এ বিষয়ে দলীয় সভাপতি ও আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের আবারও স্মরণ করে দিয়ে বলেন, ‘যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বা হচ্ছেন তাদের ভবিষ্যতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না।’ স্থানীয় সরকার নির্বাচনে কোনো কোনো দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধিগণ দলের বিদ্রোহী প্রার্থীদের মদদ দেওয়ার অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের তাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘ভবিষ্যতে মনোনয়ন এবং গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য সংশ্লিষ্টদের দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে।’

দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ান। অন্যথায় এসব সংগঠনবিরোধী কাজ ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।’ আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে হুশিয়ার করে দেন ওবায়দুল কাদের।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের দলের সিদ্ধান্ত পদ মনোনয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর