শীত আরও বাড়বে
সারাবাংলা ডেস্ক
১৪ জানুয়ারি ২০২১ ১৪:৪৪
১৪ জানুয়ারি ২০২১ ১৪:৪৪
রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা ও নওগাঁ অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে আরও বাড়বে শীতের প্রকোপ। বৃহস্পতিবারের (১৪ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনে আবহাওয়া একই রকম থাকবে। উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সূত্র: বাসস।
সারাবাংলা/এএম