Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈলকুপায় ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২১ ২৩:০০

ঝিনাইদহ: শৈলকুপা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিয়াকত হোসেন বল্টু (৫০) নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বুধবার (১৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে উপজেলার কবিরপুর এলাকায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন (ডালিম মার্কা) ও আলমগীর হোসেন খানের (পাঞ্জাবী মার্কা) সমর্থকদের মাঝে প্রচারণা নিয়ে সংঘর্ষ হয়। এতে শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টুসহ দুইজন আহত হন। বল্টুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সারাবাংলা/এএম

ঝিনাইদহ টপ নিউজ শৈলকুপা সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর