Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চতুর্থ ধাপে নৌকার প্রার্থী চূড়ান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২১ ২২:৪৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ০৪:৫৫

ঢাকা: চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

নৌকার মনোনীত প্রার্থীরা হলেন— ঠাকুরগাঁওয়ের আঞ্জুমান আরা বেগম, রাণীশংকৈলে মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট সদরে মোফাজ্জল হোসেন, পাটগ্রামে রাশেদুল ইসলাম সুইট, জয়পুরহাটের আক্কেলপুরে শহিদুল আলম চৌধুরী, কালাই পৌরসভায় রাবেয়া সুলতানা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সৈয়দ মনিরুল ইসলাম, রাজশাহী পবা নওহাটায় মো. হাফিজুর রহমান হাফিজ, গোদাগাড়ী অয়েজ উদ্দিন বিশ্বাস, তানোর মো. ইমরুল হক, তাহেরপুর মো. আবুল কালাম আজাদ, নাটোরের বড়াইগ্রামে মাজেদুল বারী নয়ন, নাটোর সদরে উমা চৌধুরী।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার জীবননগরে রফিকুল ইসলাম, আলমডাঙ্গায় হাসান কাদির গনু, যশোরের চৌগাছায় নুর উদ্দিন আল মামুন, বাঘারপাড়ায় কামরুজ্জামান, বাগেরহাট সদর পৌরসভায় খান হাবিবুর রহমান, সাতক্ষীরা সদরে শেখ নাসেরুল হক।

পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল চন্দ্র হাওলাদার, বরিশালের মুলাদীতে শফিকউজ্জামান, বানারীপাড়ায় সুভাস চন্দ্র শীল, টাংগাইলের গোপালপুরে রকিবুল হক ছানা, কালিহাতীতে মোহাম্মদ নুরুন্নবী, কিশোরগঞ্জের বাজিতপুরে আনোয়ার হোসেন, হোসেনপুরে মো. আ. আব্দুল কাইয়ুম (খোকন), করিমগঞ্জে মো. মুসলেহ উদ্দিন, মুন্সীগঞ্জ সদর মিরকাদিম আবদুস সালাম, নরসিংদী সদর আশরাফ হোসেন সরকার, মাধবদী মোশাররফ হোসেন, রাজবাড়ীর গোয়ালন্দ নজরুল ইসলাম, রাজবাড়ী সদর মহম্মদ আলী চৌধুরী, ফরিদপুরের নগরকান্দায় নিমাই চন্দ্র সরকার, মাদারীপুরের কালকিনিতে এস এম হানিফ, শরীয়তপুর ডামুড্যায় মো. কামাল উদ্দিন আহমদ, জামালপুর মেলান্দহ শফিক জাহেদী রবিন, শেরপুর গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুর শ্রীবরদী মোহাম্মদ আলী লাল মিয়া, ময়মনসিংহ ফুলপুর শশধর সেন, নেত্রকোনা নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

সিলেটের কানাইঘাটে লুৎফর রহমান, হবিগঞ্জের চুনারুঘাট মোহাম্মদ সাইফুল আলম, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া তাকজিল খলিফা, কুমিল্লার হোমনা নজরুল ইসলাম, দাউদকান্দি নাইম ইউসুফ, চাঁদপুরের কচুয়া নাজমুল আলম, ফরিদগঞ্জ আবুল খায়ের পাটোয়ারী, ফেনীর পরশুরামে নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, নোয়াখালীর চাটখিলে নিজাম উদ্দিন, নোয়াখালীর সোনাইমুড়ীতে নুরুল হক চৌধুরী। লক্ষ্মীপুরের রামগতিতে এম মেজবাহ উদ্দিন, চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ জোবায়ের, পটিয়ায় আইয়ুব বাবুল, চন্দনাইশে মু. মাহবুবুল আলম, খাগড়াছড়ি মাটিরাঙ্গা শামসুল হক, রাঙ্গামাটি সদর আকবর হোসেন চৌধুরী ও বান্দরবানে মোহাম্মদ ইসলাম বেবী।

মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও আবদুস সোবহান গোলাপ।

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাইবাছাই ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি।

৫৬টি পৌরসভার মধ্যে ৩১টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ২৫টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল অনুযায়ী গত ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ধাপের নির্বাচনে ৬৫.৬ শতাংশ ভোট পড়ে। এরপর গত ২ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএমে এবং ৩২টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এছাড়া গত ১৪ ডিসেম্বর তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৫৬ পৌরসভার তফসিল ঘোষণা করা হলো। এ নিয়ে চারধাপে ২০৬টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/এনআর

আওয়ামী লীগ টপ নিউজ নৌকার প্রার্থী পৌরসভা নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর