Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে ট্রাক চাপায় ৬ নছিমন যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২১ ১৯:২৯ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ২২:১০

ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজার এলাকায় ট্রাক চাপায় নসিমনের ছয় যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতহতরা সবাই নির্মাণ শ্রমিক। তাদের বাড়ি সদর উপজেলার কলোমনখালী গ্রামে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত নছিমন গাড়ি করে এসব নির্মাণ শ্রমিক বাড়িতে ফিরছিলেন। শ্রীরামপুর পৌঁছে খারাপ রাস্তার কারণে নছিমনটি রং সাইট দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি গাড়ি নছিমনকে পেছন থেকে ধাক্কা দিলে যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়েন। ঠিক তখনই সেনা কল্যাণ সংস্থার একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। লাশ ছিন্নভিন্ন হয়ে যায়।

এ খবরের সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এমআই/এএম

ঝিলাইদহ দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর