মোবাইল ফোন কেড়ে নেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা
লোকাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২১ ১৮:১৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৮:৩৫
১৩ জানুয়ারি ২০২১ ১৮:১৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৮:৩৫
টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় তাসমিন সাহারা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। তাসমিন রাজধানী ঢাকার মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে আউচপাড়ায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তাসমিন। সে স্থানীয় বাসিন্দা সুমন মিয়ার মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মেয়েটি মোবাইল ফোনে আসক্ত ছিল। তার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হলে সে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ রাতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, নিহতের স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/টিআর