বড় দরপতনেও ডিএসইর লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়াল
১৩ জানুয়ারি ২০২১ ১৭:০৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ২০:২১
ঢাকা: পুঁজিবাজারে সূচকের বড়ধরনের দরপতনের পরও লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বুধবার (১২ জানুয়ারি) দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই‘র এক্স ইনডেক্স ৯১ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে নেমে আসে। সূচকের এই পতনের ধারা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত ছিল। দিনশেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৪৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৪০ পয়েন্টে নেমে আসে। তবে এদিন উভয় পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বুধবার ডিএসইতে ৩৫৯টি কোম্পানির ৬১ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ৩১৭ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৫৬টির, কমেছে ২৪৮টির এবং ৫৬টির দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১০৪ কোটি ৭২ লাখ টাকা। আগের দিন মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকা।
এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৩০১ পয়েন্ট এবং ডিএসইএ-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে ২ হাজার ১৫৯ পয়েন্টে অবস্থান করছে। দিনশেষে ডিএসএইর বাজার মূলধন ৪ লাখ ৯৩ হাজার ৭৫১ কোটি টাকা থেকে কমে ৪ লাখ ৯০ হাজার ৩১৬ কোটি টাকায় নেমে আসে। ফলে একদিনে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৪২৫ কোটি টাকা।
অন্যদিকে এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮২টি কোম্পানির ৩ কোটি ৪০ লাখ ৭১ হাজার ১৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম। দিনশেষে সিএসইতে ১৪১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৪৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৪০ পয়েন্টে নেমে আসে।
সারাবাংলা/জিএস/পিটিএম