গুলশানে এসি বিস্ফোরণে নিহত ১
সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২১ ১৫:২০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৫:৫২
১৩ জানুয়ারি ২০২১ ১৫:২০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৫:৫২
ঢাকা: রাজধানীর গুলশানে আরব আমিরাতের ভিসা সেন্টারে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে সাতজন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৩ জানুয়ারি) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এনসিসি ব্যাংকের নিচতলায় ভিসা সেন্টারটি অবস্থিত। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিস্ফোরণের তথ্যটি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, এসি বিস্ফোরণে নিহতের নাম আজিজুল ইসলাম (৩৫)। ধারণা করা হচ্ছে, তিনি ভিসা সেন্টারের কর্মকর্তা।
এর আগে গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘দুপুর ১টা ১০ মিনিটে বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশের সবকিছু ভেঙে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে। ঘটনার সময় ভিসা সেন্টারে লোকজন কাজ করছিলেন। বিস্ফোরণের পর তারা আতঙ্কে বেরিয়ে যান।
সারাবাংলা/ইউজে/পিটিএম