সরকারি প্রাথমিকে বদলিতে নতুন নিয়ম
১৩ জানুয়ারি ২০২১ ১২:৫৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৪:৪৪
ঢাকা: সরকারি প্রাথমিকের কর্মচারীদের জন্য নতুন নিয়ম বেঁধে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। একই বিদ্যালয়ে কোনো কর্মচারী এখন থেকে আর তিন বছরের বেশি কাজ করতে পারবেন না। অধিদফতেরর আওতাধীন সব কর্মচারীই এই নিয়মের আওতায় পড়বেন।
ডিপিই বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা নিয়োগ বিধিমালা রয়েছে। কর্মচারীদের এক কর্মস্থলে তিন বছরের বেশি না রাখতে বিধিমালায় উল্লেখ আছে। তবে গত কয়েক বছর এই বিধিমালা ঠিক মতো মানা হচ্ছে না। এখন সেটিই কার্যকর করা হবে।
ডিপিইর অধীনস্থ যেসব কর্মচারী তিন বছরের বেশি এক স্থানে রয়েছেন তাদের তালিকা করে নতুন বিধি অনুযায়ী বদলি করা হবে।
ডিপিইর মহাপরিচালক এ এম মনসুর আলম বলেন, ‘অধিদফতরের আওতাধীন শিক্ষক-কর্মচারীদের নিয়োগ-বদলি নীতিমালাটি এখন কার্যকর করা হবে। এই নিয়ম অনুযায়ীই কর্মচারীরা এক বিদ্যালয়ে তিন বছরের বেশি কাজ করতে পারবে না। অন্য কোথাও বদলি হবে।’
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবমিলিয়ে প্রায় ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
সারাবাংলা/টিএস/পিটিএম