Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে নিখোঁজ সেনেগালের ‘সেরা শিক্ষার্থী’

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২১ ২৩:৫২

প্যারিসের একটি শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সেনেগালের মেধাবী শিক্ষার্থী ডিয়ারি সৌ এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ওই নিখোঁজের ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এর আগে, ৪ জানুয়ারি থেকে ফ্রান্সে অধ্যয়নরত ওই সেনেগালের শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এক টুইটার বার্তায় জানিয়েছে ফ্রান্সের সেনেগাল কনস্যুলেট।

https://twitter.com/ConsulSenParis1/status/1348312522424725504

এদিকে, কনস্যুলেটের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে – বড়দিনের ছুটির পর থেকে ওই শিক্ষার্থী আর স্কুলে ফিরে আসেননি।

পাশাপাশি, সেনেগালের জাতীয় পর্যায়ে শীর্ষ মেধাবীর খেতাবপ্রাপ্ত ওই শিক্ষার্থী গত বছরই তার প্রথম উপন্যাস প্রকাশ করেছেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।

অন্যদিকে, সেনেগালের ওই নারী শিক্ষার্থীকে খুঁজে পেতে ফ্রান্সের তারকারা তাদের সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টগুলো থেকে পোস্ট দিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।

সারাবাংলা/একেএম

নিখোঁজ ফ্রান্স সেনেগাল সেরা শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর