Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী: অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২১ ২১:১০

ঢাকা: অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত বিএনপির জাতীয় কমিটি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত বিএনপির জাতীয় কমিটির সদস্য সচিব আব্দুস সালাম।

বিজ্ঞাপন

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. মামুন আহমেদ।

এছাড়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী তাঁতী দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি গৃহীত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যথাযথভাবে দ্বায়িত্ব পালনের ব্যাপারে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সভায় একমত পোষণ করেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

বিএনপি বৈঠক স্বাধীনতা সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর