ক্যাপিটলে সহিংসতা: অ্যান্টিফাকে দুষছেন ট্রাম্প
১২ জানুয়ারি ২০২১ ২০:৪৮ | আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ২২:৪৪
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় ফ্যাসিবাদবিরোধীদের আন্তর্জাতিক নেটওয়ার্ক – অ্যান্টিফাকে দোষারোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স।
এর আগে, মঙ্গলবার (১২ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম এক্সিওস’র ফাঁস করা ৩০ মিনিটের এক ফোনালাপে – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাউজের মাইনোরিটি লিডার কেভিন ম্যাকার্থিকে ক্যাপিটলে সহিংসতার জন্য অ্যান্টিফা দায়ী বলে উল্লেখ করছেন।
হোয়াইট হাউজের একজন কর্মকর্তা ওই ফোনালাপের সত্যতার ব্যাপারে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।
এক্সিওস জানিয়েছে, ফোনালাপের এক পর্যায়ে কেভিন ম্যাকার্থি উত্তেজিত হয়ে ট্রাম্পকে বলেন, না অ্যান্টিফা না – সেখানে ছিল মেক অ্যামেরিকা গ্রেট এগেইন’র (এমএজিএ) সমর্থকরা। তিনি নিজেও সেখানে ছিলেন।
পাশাপাশি, ম্যাকার্থি ট্রাম্পকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করে শুভেচ্ছা জানাতে বলেছেন এবং তার উত্তরসূরীকে যথাযথভাবে স্বাগত জানাতে বলেন।
এর আগে, ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের যৌথসভা চলাকালে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। সে সময় পাঁচ জনের মৃত্যু হয়। এখন, ওই হামলার ঘটনায় ট্রাম্পপন্থিদের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে, ডোনাল্ড ট্রাম্প দায় চাপাচ্ছেন অ্যান্টিফা’র ঘাড়ে।
সারাবাংলা/একেএম