মিয়ানমারের বেসামরিক বিমান চলাচলে ‘দুর্নীতি’
১২ জানুয়ারি ২০২১ ২০:১৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ২০:৪৯
মিয়ানমারের বেসামরিক বিমান চলাচল বিভাগের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এসিসি)। খবর দ্য ইরাবতি।
সোমবার (১১ জানুয়ারি) মিয়ানমারের দুর্নীতি দমন কমিশনের বরাতে জানানো হয়েছে, ঘুষ নেওয়ার অভিযোগে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ বেসমারিক বিমান চলাচল বিভাগের জেনারেল ম্যানেজার ইউ সো পেইং’র বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
মামলার বিবরণীতে বলা হয়েছে, অভিযুক্ত জেনারেল ম্যানেজার যখন ট্রাফিক কন্ট্রোল বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন তখন ফ্লাইট পারমিট প্রতি ১০০ মার্কিন ডলার পর্যন্ত ঘুষ গ্রহণকে বৈধতা দিয়েছিলেন।
এদিকে, মিয়ানমারের সংবিধানের ৫৬ ধারার অধীনে দুর্নীতিবিরোধী আইনে দোষী প্রমাণিত হলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ওদিকে, দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) মিয়ানমারের দুর্নীতি দমন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। টিআই’র পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে এমন অভিযান গণআস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।
সারাবাংলা/একেএম