Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র হলে চট্টগ্রামে ‘করোনা ও ক্যানসার হাসপাতাল’ বানাবেন শাহাদাত

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২১ ১৯:৪৯

চট্টগ্রাম ব্যুরো: মেয়র নির্বাচিত হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীতে দুটি আধুনিক-বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি জানিয়েছেন, দুই হাসপাতালের একটি হবে করোনায় আক্রান্তদের জন্য, আরেকটি ক্যানসারাক্রান্তদের জন্য।

মঙ্গলবার (১২ জানুয়ারি) নগরীর পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগের সময় পথসভায় তিনি এ ঘোষণা দেন।

নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। জনগণের স্বাস্থ্যকে ঝুঁকিমুক্ত রাখতে হবে। চট্টগ্রাম এখনো সবচেয়ে বেশি করোনাভাইরাসের ঝুঁকিতে আছে। এই ঝুঁকি আরও দীর্ঘস্থায়ী হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামে ক্যানসার রোগীও দিন দিন বেড়ে যাচ্ছে। আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একটি করোনা মহামারি হাসপাতাল এবং আরেকটি ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করবো, যে হাসপাতালগুলো হবে আধুনিক ও বিশেষায়িত।’

শাহাদাত আরও বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে নগরীতে যে ৫৬টি স্বাস্থকেন্দ্র এবং পাঁচটি হাসপাতাল আছে, সেগুলোকে আরও উন্নত সুযোগ-সুবিধা সমৃদ্ধ করা হবে। প্রত্যেক ওয়ার্ডে মা ও শিশু এবং বয়স্কদের জন্য রোগ নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। শিশুদের জন্য ছয়-সাত শয্যার এনআইসি চালু করা হবে। প্রত্যেক ওয়ার্ডে একটি আইসোলেশন সেন্টার করে সেগুলোতে গ্যাস সিলিন্ডার ও হাইফ্লো অক্সিজেনের ব্যবস্থা করতে পারলে করোনা রোগীদের দুর্ভোগ কমে যাবে। করোনা চলে গেলেও এসব সেন্টারে অন্যান্য মহামারীর চিকিৎসা করা যাবে।’

এছাড়া নগরীতে সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি নার্সিং ইনস্টিটিউশন করার পরিকল্পনাও আছে বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

পথসভায় নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করার জন্য সরকারি অফিসে বসে আওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে হবে। গণজোয়ার সৃষ্টি করে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে।’

নগরীর পাহাড়তলীর আমবাগান জনতা ব্যাংকের সামনে থেকে গণসংযোগ শুরু হয়। এরপর ফ্লোরাপাস রোড, সর্দারনগর, ঝাউতলা বাজার, ঝাউতলা কলোনী, ওয়ারল্যাস মোড় হয়ে সেগুনবাগান এলাকায় গণসংযোগ করেন শাহাদাত। এসময় নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল, মনজুর আলম চৌধুরী মনজু ও কামরুল ইসলাম ছিলেন।

সারাবাংলা/আরডি/এমআই

মেয়র শাহাদাত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর