Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইর সূচক দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে


১২ জানুয়ারি ২০২১ ১৬:৩৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ২০:২৪

ঢাকা: পুঁজিবাজারে আবারও সূচকের বড় উত্থান হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনশেষে ডিএসইর প্রধান সূচক ১৪২ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৮৬১ পয়েন্টে উন্নীত হয়েছে। এটি ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারির পর একদিনে সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি ডিএসইর এক্স ইনডেক্স ছিল ৫ হাজার ৮১১ পয়েন্টে। সূচকের এই ঊর্ধমুখীধারা অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত ছিল। দিনশেষে উভয় পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। সেই সঙ্গে বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেনও।

বিজ্ঞাপন

মঙ্গলবার ডিএসইতে ৩৬০টি কোম্পানির ৬৭ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৬৬০ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ১০৬টির এবং ৬১টি কোম্পানির শেয়ার ও মিচুয়াল ফান্ডের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকা। আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭৫ কোটি ৬১ লাখ টাকা।

বিজ্ঞাপন

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪১ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২২ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৪ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে ডিএসএইর বাজার মূলধন ৪ লাখ ৮১ হাজার ২৫১ কোটি টাকা থেকে বেড়ে ৪ লাখ ৯৩ হাজার ৭৫১ কোটি টাকায় উন্নীত হয়। এর ফলে একদিনে বাজার মূলধন বেড়েছে সাড়ে ১২ হাজার কোটি টাকা।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯১টি কোম্পানির ৩ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৬২৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে ১৮২টির দাম বেড়েছে, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। দিনশেষে সিএসইতে ৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪২৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৯ পয়েন্টে উঠে আসে।

টপ নিউজ ডিএসই লেনদেন শেয়ারবাজার সর্বোচ্চ সূচক

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর