Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি বিএনপির


১২ জানুয়ারি ২০২১ ১৫:০২ | আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ১৬:২০

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে—১৯ জানুয়ারি সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ,  দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ, বিএনপির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বেলা ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা, জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমূহ জিয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শন এবং ড্যাবসহ চিকিৎসকদের সংগঠন ফ্রি মেডিকেল ক্যাম্প।

বিজ্ঞাপন

অনুরূপভাবে সারাদেশে বিভিন্ন পর্যায়ের ইউনিটসমূহ নিজেদের সুবিধানুযায়ী জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করবে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জগঠন ও গ্রেফতারি  পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার (১৩ জানুয়ারি) সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ-মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। ঘোষতি কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধ কর্মসূচি পালন করবে দলটি।

৮৫তম জন্মবার্ষিকী জিয়ার জন্মবার্ষিকী বিএনপি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর