Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক মামলায় পাপিয়া-মফিজুর দম্পতির বিচার শুরু


১২ জানুয়ারি ২০২১ ১৩:০১

ঢাকা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর মধ্যে দিয়ে মামলাটির বিচারকাজ অনুষ্ঠানিকভাবে শুরু হলো।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন না মঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন ঢাকার অতিরিক্ত অষ্টম মহানগর দায়রা জজ আমিরুল ইসলাম। একইসঙ্গে আগামী ১ মার্চ সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের সময় শামিমা নূর পাপিয়া ওরফে পিউসহ (২৮) চারজনকে আটক করে র‌্যাব-১।

গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে ফার্মগেটের ২৮ ইন্দিরা রোড ঠিকানায় পাপিয়া-মফিজুরের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ওই বাসা থেকে নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচ বোতল বিদেশি মদ, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক বই, কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড উদ্ধার করা হয়। এছাড়া সেখান থেকে লাইসেন্সবিহীন একটি বিদেশি পিস্তলও পাওয়া যায়। সঙ্গে পাওয়া যায় দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি।

আরও পড়ুন: মাদক মামলায় পাপিয়া-সুমনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১২ জানুয়ারি

আরও পড়ুন: যেভাবে বাড়ি-গাড়ি-টাকার মালিক পাপিয়া-মফিজুর দম্পতি

টপ নিউজ পাপিয়া-মফিজুর দম্পতি মাদক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর