Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙামাটির বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, ৩ জনের প্রাণহানি


১২ জানুয়ারি ২০২১ ১০:৩৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ১৩:৫৯

রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলা ও নানিয়ারচরে মধ্যবর্তী কুতুকছড়ি বেইলি সেতু ভেঙে পণ্য বোঝাই ট্রাক খালে পড়ে তিনজনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ট্রাক চালক মো. আরাফাতের নাম জানা গেলেও অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কুতুকছড়ি বেইলি সেতুর এক পাশে রাঙামাটি সদর উপজেলা ও অন্যপাশে রাঙামাটির নানিয়ারচর অবস্থিত। এই সেতুটি দুই উপজেলার সীমান্তবর্তীস্থল।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার কুতুকছড়ি বাজারে রেখেছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের পাঠানোর প্রস্তুতি চলছে।

কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবুল চৌধুরী জানান, আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম থেকে নানিয়ারচর কিংবা মহালছড়িগামী পাথর বোঝাই ট্রাকটি সেতু ভেঙে পানিতে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক, হেলপার ও অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে।

৩ জনের প্রাণহানি কুতুকছড়ি বেইলি সেতু বেইলি সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর