Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী


১২ জানুয়ারি ২০২১ ০০:১১

বাংলাদেশের সমান বয়সী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হলো। মঙ্গলবার (১২ জানুয়ারি) প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছে দেশের অন্যতম এই পাবলিক বিশ্ববিদ্যালয়।

১৯৭০ সালে জারি করা জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের অধীনে ১৯৭১ সালে উদ্বোধন হলেও, ১৯৭২ সালের জানুয়ারিতে নবগঠিত বাংলাদেশ প্রশাসনের সঙ্গেই জাহাঙ্গীরনগরের যাত্রা শুরু। বর্তমানে ১৯৭৩ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইনের অধীনে পরিচালিত বিশ্ববিদ্যালয়টি তাই, স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক চড়াই উতরাই দেখতে দেখতে বেড়ে উঠেছে। দেশের গুরুত্বপূর্ণ অধিকার আন্দোলনগুলোতে অগ্রণী ভূমিকা রয়েছে জাহাঙ্গীরনগরের।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত সম্পূর্ণ আবাসিক চরিত্রের জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা দেশে এবং দেশের বাইরে শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন খাতে অবদান রেখে চলেছেন। বিশ্ববিদ্যালয়কে ছাপিয়ে জাহাঙ্গীরনগর প্রাণ-প্রকৃতির অভয়ারণ্য হিসেবে সাধারণের গন্তব্য হয়ে উঠেছে।

এদিকে, মহামারি সংক্রমণ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে সুবর্ণজয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে।

পাশাপাশি, জাবি’র সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালা, শিল্পকলা একাডেমিতে এক সম্মিলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল তিনটায় শুরু হয়ে ওই আয়োজন রাত ৯টা পর্যন্ত চলবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর