Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধন শুরু ২৬ জানুয়ারি: যেভাবে কাজ করবে করোনা ভ্যাকসিনের অ্যাপ


১১ জানুয়ারি ২০২১ ২৩:০২ | আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ০০:০২

ঢাকা: দেশে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা বাংলাদেশে আসবে। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রমের অংশ হিসেবে অনলাইন নিবন্ধনের জন্য ‘সুরক্ষা’ নামের একটি মোবাইল ও ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশন চালু করা হবে। করোনা ভ্যাকসিন পেতে হলে সবাইকে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতর ও ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের সহায়তায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ‘সুরক্ষা’ নামের এই মোবাইল অ্যাপটি তৈরি করছে। স্বাস্থ্য অধিদফতর ও আইসিটি বিভাগ জানিয়েছে, আগামী ২৬ জানুয়ারি থেকে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে।

অ্যাপটি যেভাবে কাজ করবে

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসটি) বিভাগ সূত্রে জানা গেছে, সুরক্ষা অ্যাপ্লিকেশনে কেউ প্রবেশ করলে তাকে জাতীয় পরিচয়পত্র ও জন্মতারিখ উল্লেখ করে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে হবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর দেখে অ্যাপ্লিকেশনটি স্বয়ংক্রিয়ভাবে এনআইডি ডাটাবেজ থেকে তথ্য সংগ্রহ করে বাকি তথ্য পূরণ করে নেবে। এসময় ভ্যাকসিন গ্রহীতাকে আরও কিছু তথ্য দিতে হবে। এক্ষেত্রে নিবন্ধন করার সময়েই ভ্যাকসিন গ্রহীতাকে তার ডায়াবেটিস, ক্যানসার, উচ্চ রক্তচাপ বা অন্যান্য রোগ আছে কি না, সেই তথ্যগুলো জানাতে হবে।

নিবন্ধনের দ্বিতীয় ধাপে ভ্যাকসিন গ্রহীতাকে তার বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে। এ সময় অ্যাপ্লিকেশন থেকে নিবন্ধনকারীর দেওয়া মোবাইল নম্বরে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পৌঁছে যাবে। এই ওটিপি দিয়ে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে। সেখান থেকে গ্রহীতার দেওয়া তথ্যানুযায়ী একটি ভ্যাকসিন কার্ড তৈরি করে দেওয়া হবে। সেই কার্ডেই উল্লেখ থাকবে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ কবে এবং কখন সময়ে দেওয়া হবে।

দুই ডোজ ভ্যাকসিন নেওয়া শেষ হলে গ্রহীতা এই অ্যাপ্লিকেশন থেকেই কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে মর্মে একটি প্রত্যয়নপত্র বা সনদ ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া যদি কখনও বিশ্বের কোনো দূতাবাস বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ কারও ভ্যাকসিন পাওয়া বিষয়ে তথ্য জানতে চায়, তবে সেটিও ওয়েবপোর্টালের সাহায্যে জেনে নিতে পারবেন।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (১১ জানুয়ারি) দেশে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা সম্পর্কে জানানোর জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, “দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরুর জন্য সবাইকে নিবন্ধনের আওতায় আনা হবে। সেজন্য আগামী ২৬ জানুয়ারি থেকে একটি অ্যাপ্লিকেশন চালুর সর্বাত্মক চেষ্টা করছি। ‘সুরক্ষা’ নামের একটি মোবাইল ও ওয়েবভিত্তিক অ্যাপের মাধ্যমে ভ্যাকসিন নিতে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।”

তিনি বলেন, ‘ভ্যাকসিন পেতে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হবে না। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অনলাইন নিবন্ধন সম্পাদন করতে হবে। নিবন্ধন করতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগতে পারে।’

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘জনগণ সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। ইউনিয়ন পর্যায়ে এ নিয়ে কাজ করা হবে। নিবন্ধনের সঙ্গে এনআইডি নম্বর প্রয়োজন হবে। এক্ষেত্রে বিধবা বা বয়স্কভাতা পান এমন তালিকাও সংগ্রহ করে দেখা হবে।’

দরিদ্র জনগোষ্ঠীর বাদ পড়ার কোনো শঙ্কা নেই জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘যদি কেউ নিবন্ধন না করে, তাকে টিকা দেওয়া হবে না। কারণ আমরা নিবন্ধন তালিকার বাইরে কাউকেই টিকা দিতে পারব না। টিকা দেওয়ার আগে নিবন্ধন করা জন্য সারাদেশে ব্যাপক প্রচার চালানো হবে।’

প্রান্তিক পর্যায়ের মানুষরা কিভাবে এই অ্যাপে নিবন্ধন করবেন— এমন প্রশ্নের জবাবে ডিজি হেলথ বলেন, ‘নিরক্ষরদের জন্যও আমাদের ব্যবস্থা থাকবে। তারা ইউনিয়ন পরিষদে গিয়ে নিবন্ধন করতে পারবেন। গ্রাম পর্যায়ে এখন ডিজিটাল সেবা কার্যক্রম চলে গেছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ আমাদের সহযোগিতা করতে পারবে।’

সংবাদ সম্মেলনে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রমের অংশ হিসেবে নিবন্ধনের জন্য ‘সুরক্ষা’ অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করবে সে বিষয়ে একটি স্লাইড উপস্থাপন করা হয়।

এ সময় দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন বিতরণ কমিটির সদস্য ডা. শামসুল হক বলেন, ‘নিবন্ধনের জন্য অ্যাপটি ডাউনলোড করতে হবে অথবা ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে থাকা প্রায় ১৯টি পেশার মধ্যে নিজের বিভাগ বেছে নিতে হবে। এরপর ভ্যাকসিন গ্রহীতাকে এনআইডি নম্বর এবং জন্মতারিখ দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে হবে।’

২৬ জানুয়ারি’ অ্যাপ টপ নিউজ নিবন্ধন ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর