Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার মিরপুর-কালশী এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না


১১ জানুয়ারি ২০২১ ২২:১৩

ঢাকা: পাইপলাইন প্রতিস্থাপনজনিত কারণে মঙ্গলবার (১২ জানুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১১ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ জারি করেছে।

নোটিশে বলা হয়েছে, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনকল্পে মিরপুরের পল্লবী ও কালসী এলাকায় বিদ্যমান পাইপলাইনের স্থানে নতুন পাইপলাইন স্থাপন কাজের টাই-ইন করা হচ্ছে। সেজন্য মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা মিরপুর ১০ থেকে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বের এলাকায় এবং মিরপুর ১০ নম্বর গোল চত্বর হতে মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংক পর্যন্ত রাস্তার উত্তরপাশ ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

কালশী তিতাস গ্যাস পল্লবী বন্‌ধ মিরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর