Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস


১১ জানুয়ারি ২০২১ ২০:৩৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ২১:৫৯

ঢাকা: চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০। এ বছর প্রায় ৩৫ ক্যাটাগরিতে ১০৫টি অ্যাওর্য়াড দেওয়া হবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

সোমবার (১১ জানুয়ারি) এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে বেসিসের পক্ষে এ তথ্য জানানো হয়। বছরটিতে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের স্পন্সর হিসেবে থাকছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা সারাদেশের উদ্ভাবনী ও সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করি। তাদেরকে উৎসাহিত করতে পুরস্কার দিয়ে থাকি। বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো আমাদের তথ্যপ্রযুক্তি খাতের বিস্তৃত সম্ভাবনাগুলোই তুলে ধরছে। মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হয়, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতাকেও তুলে ধরছে।

বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান বলেন, প্রযুক্তি ব্যবহার করে এ বছরের বিচার প্রক্রিয়া বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০-কে অন্য উচ্চতায় নিয়ে যাবে। প্রতিযোগিতায় নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ এ- সহ-আহ্বায়ক রাশেদ কামাল বলেন, এ বছর বেসিস  ন্যাশানাল আইসিটি অ্যাওর্য়াডস ২০২০ প্রথম বছরের তুলনায় প্রায় ১০ গুণ বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর প্রায় ৩৫টি ক্যাটাগরিতে ১০৫টি অ্যাওর্য়াড দেওয়া হবে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা।

বিজ্ঞাপন

এরআগে, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯ বিজয়ীরা অ্যাপিকটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশ নেন। তারা বাংলাদেশকে অ্যাপিকটায় অন্য উচ্চতায় নিয়ে যায়। চ্যাম্পিয়ন পদক তালিকায় এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ডস-২০১৯-এ চীন, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ম্যাকাও, ব্রুনাই-কে পেছনে ফেলে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ স্থান  অর্জন করে বাংলাদেশ। তিনটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও পাঁচটি মেরিট পুরস্কারসহ মোট আটটি পুরস্কার অর্জন করে বাংলাদেশের প্রকল্পগুলো।

আগ্রহীগণ https://bnia.basis.org.bd লিংকের মাধ্যমে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২১।

আইসিটি অ্যাওয়ার্ডস বেসিস বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর