Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য বাড়াতে জটিলতা সমাধানের তাগিদ


১১ জানুয়ারি ২০২১ ১৮:৪৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ২৩:০৫

ঢাকা: জটিলতা দূর করে বাংলাদেশ- ভারতের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করতে চায় দুদেশই। বিশেষ করে সীমান্তে কাস্টমস ব্যবস্থার উন্নতি ও সহজ করার ওপর জোর দেওয়া হয়েছে।

সোমবার ( ১১ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সব বিষয়ে আলোচনা হয়।

সেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। দুদেশের মধ্যে ঘনিষ্ট বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। উভয় দেশের চলমান বাণিজ্য আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিলে বাণিজ্যখাতের বাধাগুলো দূর করে উভয়দেশের বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। দুদেশের মধ্যে নন ট্যারিফ ব্যারিয়ারগুলার বিষয়ে আলোচনা করা যায়।’

সীমান্তে কাস্টমস ব্যবস্থাপনার উন্নতি করে বাণিজ্য বাড়ানো সম্ভব উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ জন্য উভয় দেশকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। দুদেশের মধ্যে বিরাজমান বাণিজ্য জটিলতা দূর করার জন্য উদ্যোগ নিতে হবে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব।’

ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য বৃদ্ধির আরও সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কিছু জটিলতা আছে। উভয়দেশের মধ্যে আলোচনার মাধমে এ সকল সমস্যা দূর করা সম্ভব। রামগড় সীমান্তে ব্রিজ নির্মাণের ফলে উভয় দেশের আমদানি ও রফতানির সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে কাস্টমস হাউজ ও ইমিগ্রেশন ব্যবস্থা চালু করে কার্যক্রম চালু করা সম্ভব। এতে ত্রিপুরাসহ এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

বিজ্ঞাপন

বিক্রম দোরাইস্বামীর প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, ‘মাধ্যমে বিরাজমান সমস্যাগুলো আগেই সমাধান করা যেত। প্রয়োজনীয় উদ্যোগের অভাবে তা সম্ভব হয়নি, নতুন করে আলোচনা শুরুর সুযোগ এসেছে। এখন সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে বলে আমি বিশ্ববাস করি।’

উল্লেখ্য, গত ২০১৯-২০২০ ভর্থ বছরে বাংলাদেশ ভারতে ১,০৯৬.৩৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে রফতানি করেছে ৫,৭৭৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাণিজ্য জটিলতা দূর হলে ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি আরও বাড়বে।

বাণিজ্যচুক্তি বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর