‘সিরামের করোনা ভ্যাকসিন দেশে আসছে এ মাসেই’
১১ জানুয়ারি ২০২১ ১৬:১৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ১৬:৩০
ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি ভ্যাকসিন চলতি জানুয়ারি মাসেই দেশে আসবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের উদ্ধৃতি দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলতি মাসের শেষের দিকে করোনা প্রতিরোধের জন্য সিরামের ভ্যাকসিন দেশে আসবে। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস জানিয়েছেন, গতকাল (রোববার) ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি ভ্যাকসিন পাওয়া নিয়ে তারা বৈঠক করছেন। ওই বৈঠক থেকেই জানা গেছে, এ মাসের শেষ নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে।
এর আগে, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন আনতে গত ৫ নভেম্বর ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়। পরে ১৩ ডিসেম্বর এ সংক্রান্ত ক্রয়চুক্তি সই করে সিরাম ইনস্টিটিউটের কাছে পাঠানো হয়। এর মধ্যে গত ৩ জানুয়ারি ভারত সরকার করোনা প্রতিরোধে সিরাম উৎপাদিত ভ্যাকসিনটি জরুরি প্রয়োগের অনুমোদন দেয়। ওই সময় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর প্রকাশ পায়, ভারত সরকার দেশের চাহিদা না মেটানো পর্যন্ত এই ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে পরে সিরাম ইনস্টিটিউটসহ ভারত সরকারের পক্ষ থেকেও জানানো হয়, রফতানিতে এমন কোনো নিষেধাজ্ঞা নেই।
এদিকে, ভ্যাকসিন রফতানিতে ভারতের এই নিষেধাজ্ঞায় উদ্বেগ ছড়িয়ে পড়ে বাংলাদেশে। তবে ৪ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্য সচিব আশ্বস্ত করেন, এই নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ পড়বে না। ত্রিপাক্ষিক চুক্তির অন্যতম বেক্সিমকো’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন ওই দিন (সোমবার) বিকেলে এক ব্রিফিংয়ে জানান, ভারত সরকার ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা জারি করলেও আগে থেকেই চুক্তি হয়ে যাওয়ার কারণে সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভ্যাকসিন পেতে সমস্যা হওয়ার কথা নয়।
গত ৪ জানুয়ারি বেক্সিমকোকে ওই ভ্যাকসিন আমদানি করতে অনাপত্তিপত্র দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। পরদিন ৫ জানুয়ারি ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ভ্যাকসিনের জন্য ৫০৯ কোটি ৭০ লাখ টাকা ভারতের সিরাম ইনস্টিটিউটকে পাঠায় বাংলাদেশ সরকার। ৭ জানুয়ারি এই ভ্যাকসিন দেশে প্রয়োগের জন্যও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদফতর।
মন্ত্রিসভার বৈঠকের আরও সিদ্ধান্ত
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য সিভিল কোর্ট (অ্যামেইনমেন্ট) অ্যাক্ট’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন-২০২০’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের আওতায় পিরোজপুরে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
এছাড়া, করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। এই জটিলতা দূর করতে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (সংশোধিত) আইন, ২০২১’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সভা শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, সংশোধিত আইন অনুযায়ী দুর্যোগকালীন পরীক্ষা নিতে সক্ষম না হলে মূল্যায়ন তথা ফলাফল দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। বিদ্যমান আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই। আইনটি আসন্ন সংসদ অধিবেশনে পাস হওয়ার কথা রয়েছে। পাস হলে এ মাসেই এইচএসসির পরীক্ষার ফল আসতে পারে।
ফাইল ছবি
করোনাভাইরাস করোনার ভ্যাকসিন কোভিড-১৯ টপ নিউজ ভ্যাকসিন সিরাম ইনস্টিটিউট