Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


১১ জানুয়ারি ২০২১ ১৬:০১

নড়াইল: জেলা সদরের আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রী নার্গিস বেগমকে (৪০) হত্যার দায়ে স্বামী এনায়েত মোল্লাকে (৪৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মশিউর রহমান এই রায় দেন। রায়ে এক লাখ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।

এনায়েত নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, এনায়েত মোল্লা নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীসহ শ্বশুরবাড়িতে থাকতেন। যৌতুকের দাবিতে স্ত্রী নারগিসকে প্রায় মারধর করতেন। এরই জেরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোরে শ্বশুরবাড়িতে স্ত্রীকে মারধর করে গলায় শাড়ি পেঁচিয়ে আম গাছে ঝুলিয়ে রাখেন।

এ ঘটনায় নিহতের বোন পারভীন খাতুন বাদী হয়ে এনায়েত মোল্লার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

আদালত মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর