Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু


১১ জানুয়ারি ২০২১ ১৩:১৮

ভৈরব: কিশোরগঞ্জের ভৈরবে বাসে অগ্নিকাণ্ডে আবুল হোসেন নামে বাসটির চালকের মৃত্যু হয়েছে। ভৈরব ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা, মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ড ঘটতে পারে।

স্থানীয়রা জানান, বিসমিল্লাহ এন্টারপ্রাইজের বাসটি দুর্জয়মোড় এলাকায় বঙ্গবন্ধু স্মরণী রোডে পার্কিং করা ছিল। বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন চালক। সোমবার (১১ জানুয়ারি) ভোর চারটার দিকে হঠাৎ করে আগুনের তাপে চালক চিৎকার শুরু করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, রাতে পাকির্ং করা বাসটিতে মশার কয়েল জ্বালিয়ে দরজায় তালা লাগিয়ে চালক ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখছি।

কিশোরগঞ্জ ঘুমন্ত চালক টপ নিউজ বাসে আগুন ভৈরব

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর