Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে জজ কোর্টের ২ কর্মচারীর মৃত্যু


১১ জানুয়ারি ২০২১ ১২:২৩ | আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ১৪:২৪

ঠাকুরগাঁও: জেলায় ট্রেনে কাটা পরে জজকোর্টের দুই কর্মচারী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার ।

সোমবার (১১ জানুয়ারি) সকালে ১০টার দিকে উপজেলার জগধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন পীরগঞ্জ স্টেশনে পৌঁছার আগেই আবাসিক এলাকার প্রবেশ রাস্তা দিয়ে মোটরসাইকেলযোগে পারাপারে সময় আব্দুস সোবহান ও রুহুল আমিন নামে জজ কোর্টের এই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

এসময় ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও প্রশাসনের কর্মকর্মতারা তাদের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।

নিহত দুজনের বাসা ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের কাজিপাড়া ও সালন্দর ইউনিয়নের দেওগাঁ গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার বলেন, ‘ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। সোমবার সকালে উপজেলার জগধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।’

টপ নিউজ ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর