Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে বিক্রয়কর্মীকে ছুরিকাঘাতে হত্যা


১১ জানুয়ারি ২০২১ ১১:৪৪ | আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ১৩:৩২

নরসিংদী: জেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে কৃষি বিপনন কোম্পানির বিক্রয়কর্মী নাইমুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ সময় লাশের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) সকালে পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে সড়কে এ ঘটনা ঘটে। নিহত নাইমুর রহমান নাটোর জেলার বড়াই গ্রামের শফিকুল ইসরামের ছেলে। তিনি সেঞ্চুরি এগ্রো লি. এর বিক্রয়কর্মী হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সদর মডেল থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

ছুরিকাঘাতে হত্যা নরসিংদী নাইমুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর