গাজীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে চারজনের প্রাণহানি
১১ জানুয়ারি ২০২১ ০৮:২৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ১৩:২১
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় কলোনিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে ৪৫টি ঘর। ফায়ার সার্ভিস বলছে, একজন রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ কবিরুল আলম জানান, সোমবার (১১ জানুয়ারি) সকাল পাঁচটা ৫৫মিনিটে আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ও জয়দেবপুরের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দগ্ধ এক নারীসহ চারজন মারা গেছেন। নিহতরা হলেন- ফরহাদ, আওয়াল, মুন্নি ও মুন্নির স্বামী মিলন। তাদের সবার বাড়ি গাইবান্ধায়। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই স্থানীয় পোশাক কারখানার কর্মী। এ ঘটনায় আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।