আ.লীগের মেয়র প্রার্থী রেজাউলকে সমর্থন দিলো জাপা
১০ জানুয়ারি ২০২১ ২১:৫৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ২১:৫৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে জাতীয় পার্টি।
রোববার (১০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ মতবিনিময় সভায় রেজাউলের পক্ষে সমর্থনের ঘোষণা দেওয়া হয়। এসময় জাতীয় পার্টির নেতারা রেজাউলের পক্ষে কাজ করারও ঘোষণা দেন।
সভায় উপস্থিত রেজাউল সমর্থনের জন্য জাতীয় পার্টির নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের সমর্থন ভোটযুদ্ধে আমাকে সাহস জোগাবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টি সবসময় ভূমিকা রাখছে। আশা করি আগামীতেও রাখবে।’
নগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী বলেন, ‘সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা সব নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের প্রার্থীর প্রতি সমর্থন জ্ঞাপন করেছি।’
সভায় জাতীয় পার্টির নেতাদের মধ্যে আনিসুল ইসলাম চৌধুরী, আবুল কালাম আজাদ, নীল কমল সুশীল, গিয়াস উদ্দিন, কামাল উদ্দিন বক্তব্য রাখেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ চসিক নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েও পরে তা প্রত্যাহার করে নিয়েছিলেন।
এদিকে পুনরায় প্রচারণা শুরুর তৃতীয় দিনে মেয়র প্রার্থী রেজাউল নগরীর উত্তর কাট্টলী, উত্তর পাহাড়তলী ও সরাইপাড়া ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কাউন্সিলর প্রার্থী নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ছিলেন।
আনুষ্ঠানিক সমর্থন চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয় পার্টি টপ নিউজ মনোনীত প্রার্থী