Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র-গুলি উদ্ধারের মামলায় জেএমবি সদস্যের ১৭ বছর কারাদণ্ড


১০ জানুয়ারি ২০২১ ২০:৩৬

ঢাকা: অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় জেএমবি সদস্য সোহেল রানাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার (১০ জানুয়ারি) ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মাকছুদা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিকে আদালতে উপস্থিত করা হয়।

অস্ত্র উদ্ধারের ঘটনায় ১০ বছর এবং গুলি উদ্ধারের ঘটনায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুই ধারার সাজা এক সাথে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। সেক্ষেত্রে তাকে ১০ বছর কারাভোগ করতে হবে।

জানা যায়, সোহেল রানাকে ২০১৬ সালের ১৬ জুন বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার বিচার চলাকালে আদালত চার্জশিটভূক্ত ১০ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য নেওয়া হয়েছিল।

অস্ত্র ও গুলি জেএমবি সদস্য ট্রাইব্যুনাল-৫