Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের কাছে ডিএনসিসির জবাবদিহিতা নিশ্চিত করবে ‘সবার ঢাকা’ অ্যাপ


১০ জানুয়ারি ২০২১ ১৯:৫৯

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরবাসীর কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে ‘সবার ঢাকা’ অ্যাপের বন্দোবস্ত করেছি। এর মাধ্যমে নগরবাসীর কাছে ডিএনসিসির জবাবদিহিতা নিশ্চিত হবে।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ডিএনসিসি উদ্যোগে আলোচনা সভা ও ‘সবার ঢাকা’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আজ এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অ্যাপ’র উদ্বোধন করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে জবাবদিহিতা বৃদ্ধি পাবে। আমরা প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে চাই। জবাবদিহি যেমন আমাকে করতে হবে, তেমনি প্রত্যেক কাউন্সিলর এবং প্রত্যেক কর্মচারীকেও করতে হবে। এজন্যই এই অ্যাপের বন্দোবস্ত করেছি।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর আমরা পিছিয়ে ছিলাম। আজকে ঢাকা শহরের যে অবস্থা, পরিকল্পনার অভাব। ২১ বছর পিছিয়ে না থাকলে আজকে ঢাকা শহর এরকম হতো না।’

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা প্রসঙ্গে মেয়র আর বলেন, ‘ইব্রাহিমপুর খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। একইভাবে ভাষানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তাটি প্রশস্ত করার সময়ও তারাই সবার আগে এগিয়ে এসেছেন। সবাই চেয়েছে রাস্তাটি সুন্দর ও প্রশস্ত হোক। এর উপকারভোগী হবে জনগণ।’

বিজ্ঞাপন

আতিকুল ইসলাম বলেন, ‘জাতির পিতা নিজের স্বার্থকে তুচ্ছ করে জাতীয় স্বার্থের দিকে গুরুত্ব দিতেন, জনগণের স্বার্থকে গুরুত্ব দিতেন। অথচ আমরা নিজ স্বার্থে বিভিন্ন জায়গা অবৈধভাবে দখল করে আছি।’ অবৈধ দখলদার উদ্দেশে তিনি বলেন, ‘যারা এখনও বিভিন্ন জায়গা অবৈধভাবে দখল করে আছেন তাদের কোনো চিঠি দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। সিটি করপোরেশন থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এটাই স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রতিজ্ঞা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সবার ঢাকা’ একটি অসাধারণ অ্যাপ্লিকেশন, এটি একটি ডাইনামিক অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাগরিক সেবা সম্পর্কিত যেকোনো অভিযোগ পাঠাতে পারবেন সিটি করপোরেশনকে। পাঠানোর পরে যে এলাকা থেকে এই সমস্যাটি পাঠালেন, যেখান থেকে ছবি তুলে পাঠালেন, সেটা কিন্তু গুগল ম্যাপে লোকেশন ট্র্যাক করে, একেবারে পিন পয়েন্ট করে, ওইখানে গিয়ে সমস্যার সমাধান করবে সিটি করপোরেশনের কর্মকর্তারা।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার মাহমুদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম প্রমুখ।

অ্যাপ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিএনসিসি মেয়র আতিক সবার ঢাকা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর