Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে: জি এম কাদের


১০ জানুয়ারি ২০২১ ১৮:৩৬

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ভাই যে বক্তব্য দিয়েছেন, তাতে দেশের মানুষ বুঝতে পেরেছে তাদের বর্তমান অবস্থা। আবার ঢাকার সাবেক এক মেয়র, বর্তমান মেয়রকে দুর্নীতিবাজ ও অযোগ্য ঘোষণা করেছেন প্রকাশ্যে। এর মাধ্যমে আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে।’

বিজ্ঞাপন

বিরোধী দলের উপনেতা কাদের বলেন, ‘দুর্নীতি ও দলীয়করণের কারণে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। এমন বাস্তবতায় দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। তারা জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান। ক্ষুধা, দারিদ্র, শোষণ, বঞ্চনা, দুর্নীতি ও বেকারত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়তেই জাতীয় পার্টির রাজনীতি।’

বিজ্ঞাপন

রোববার (১০ জানুয়ারি) দলের বনানী কার্যালয়ে ঢাকা বিভাগ জাতীয় পার্টির সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- দলের মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোঃ নোমান মিয়া, জেলা নেতা সানাউল্লাহ সানু, মিজানুর রহমান মিরু, আব্দুল বাতেন, আফজাল হোসেন।

প্রয়োজনে ভারতের পাশাপাশি বিকল্প উৎস থেকে করোনা প্রতিরোধে ভ্যাকসিন আমদানি করার কথা বলে জি এম কাদের বলেন, ‘১৬ থেকে ১৮ কোটি মানুষের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে বিকল্প উৎসের সঙ্গে সরকারিভাবেই যোগাযোগ থাকতে হবে। এছাড়া ভ্যাকসিন সংরক্ষণ, পরিবহন ও বিতরণে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।’ এসময় তিনি দেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি জানান।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘৯১ সালের পর আওয়ামী লীগ ও বিএনপি সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তন করেছে। কিন্তু সংবিধানে ৭০ ধারা যোগ করে সংসদীয় একনায়কন্ত্র প্রতিষ্ঠা করেছে, যাকে স্বৈরতন্ত্র বলা যায়। এতে সরকারের ক্ষমতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, জবাবদিহিতা নেই বললেই চলে।’

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘বর্তমান সরকার একসময় বলেছে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশ খাদ্য রফতানি করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানি করছে। এতে প্রমাণ হয়ে, সরকার যা বলে তার সাথে বাস্তবতার মিল নেই।’ এখন দেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন ও সুশাসনে ফিরে যেতে চায় বলেও জানান তিনি।

আওয়ামী লীগ গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি দেশের মানুষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর