Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লিতে কম্বল পাঠাতে চেয়ে ভারতীয় হাইকমিশনকে গণস্বাস্থ্যের চিঠি


১০ জানুয়ারি ২০২১ ১৭:৪১ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ১৭:৪৭

ঢাকা: শীতার্ত কৃষকদের জন্য দিল্লিতে কম্বল পাঠাতে চেয়ে ভারতীয় হাইকমিশনকে আবারও চিঠি দিয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে গড়া প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বারিধারায় অবস্থতি ভারতের হাইকমিশনে ওই চিঠি পৌঁছে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বরাবর লেখা ওই চিঠিতে বলা হয়— কম্বল পাঠাতে চেয়ে আবারও ভারতীয় হাইকমিশনারকে গণস্বাস্থ্যের চিঠি গত ২৪ ডিসেম্বর দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চিঠির কোনো জবাব এখনো পাওয়া যায়নি। তাই পুনঃরায় চিঠি দিতে হলো। আমরা অত্যন্ত ব্যথিত যে, শীতে ইতোমধ্যে ৪৪ জন কৃষক মারা গেছে।

এর আগে, গত ২৪ ডিসেম্বর পাঠানো চিঠিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী লেখেন— ‘পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। আমরা জানতে পেরেছি নয়াদিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেছে। ফলে ৩৭ জন কৃষক সম্প্রতি মারা গেছে। স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরুপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতীদের হাতে তৈরি ২০০০ কম্বল দিতে চাই। সুবিধাজনক তারিখে আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হব।’

কম্বল টপ নিউজ দিল্লী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর