Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ীদের ওপর হামলা: সাবেক যুবলীগ নেতাসহ ২ জনের জামিন


১০ জানুয়ারি ২০২১ ১৬:৪৫

ঢাকা: বঙ্গবাজার এলাকায় ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক যুবলীগ নেতা শাহাবউদ্দিন ও মাসুদ ওরফে চায়না মাসুদের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন। ৫ হাজার টাকা মুচলেকায় তাদের এ জামিন দেওয়া হয়।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) অমল কৃষ্ণ দে আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানিকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে সাইফুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকেও জামিনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামিদের জামিনের আদেশ দেন।

এর আগে, গত ৩ জানুয়ারি আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহাবউদ্দিন ঢাকা দক্ষিণ সিটির ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। তিনিসহ তার ১৫ জন সহযোগী বঙ্গবাজার কমপ্লেক্স, মহানগর মার্কেট ও আদর্শ মার্কেট অবৈধভাবে দখল করে রাখার অভিযোগে মাসুদ আলম নামে এক ব্যবসায়ী শাহবাগ থানায় মামলাটি দায়ের করেছিলেন।

আদালত জামিনের আবেদন যুবলীগ নেতা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর