Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টকশোতে পি কে হালদার: ৭১ টিভির ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট


১০ জানুয়ারি ২০২১ ১৬:২৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ২১:০৫

ঢাকা: প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে বিদেশে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারের (পি কে) প্রচারিত সাক্ষাৎকার ও টক শো’র ভিডিও ক্লিপ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দাখিল করেছেন একাত্তর টিলিভিশন কর্তৃপক্ষ। ওই সাক্ষাৎকার ও টক শো’র ভিডিও ক্লিপ শুনে এ বিষয়ে ৭১ টিভি চ্যানেলের ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

আগামী ১৭ জানুয়ারির মধ্যে ৭১ টিভি চ্যানেলকে লিখিত ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১০ জানুয়ারি) শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

এ বিষয়ে আগামী ১৭ জানুয়ারি পরর্বতী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন মোহাম্মদ খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমির উদ্দিন মানিক, মাহজাবীন রব্বানী দীপা ও আন্না খানম কলি।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি বলেন, `৭১ টিভির খবর ও টকশোতে অংশ নেওয়া ছয় জনের বিরুদ্ধে আদালত অবমাননার আর্জি জানায় দুদক। তখন এ বিষয়ে ৭১ টেলিভিশনের ব্যাখ্যা জানতে চেয়েছেন আদালত।`

আদালত আগামী ১৭ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছেন হাইকোর্ট।

৭১ টিভি ব্যাখ্যা হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর