Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুত টিকা পাঠাতে মোদিকে বলসোনারোর চিঠি


১০ জানুয়ারি ২০২১ ১৫:৪৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ১৭:৪৩

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার চালান দ্রুত ব্রাজিলে পাঠাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। খবর রয়টার্স।

বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবে দ্বিতীয়স্থানে থাকা ব্রাজিলে দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করতে বলসোনারোর ওপর বাড়তে থাকা চাপের মধ্যে প্রেসিডেন্টের গণসংযোগ বিভাগ চিঠিটি প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সমালোচকরা বলছেন, দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের তুলনায় করোনা টিকা সংগ্রহ এবং বিতরণে ব্রাজিল অনেকখানি পিছিয়ে পড়েছে। বলসোনারো সরকার কেন এ বিষয়ে আগে থেকে তৎপর হল না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে, মোদিকে লেখা চিঠিতে বলসোনারো বলেছেন – ব্রাজিলে জাতীয় টিকাদান কর্মসূচি দ্রুত শুরু করতে, ভারতের টিকাদান কর্মসূচিকে বিঘ্নিত না করে যত দ্রুত সম্ভব ২০ লাখ ডোজ টিকা তার দেশে পাঠালে তিনি খুশি থাকবেন।

অন্যদিকে, ব্রাজিলের কেন্দ্রীয় অর্থায়নে পরিচালিত ফিয়োক্রুজ বায়োমেডিকেল সেন্টার শুক্রবার (৮ জানুয়ারি) জানিয়েছে, তারা ব্রাজিলে অ্যাস্ট্রাজেনেকার কয়েক লাখ ডোজ টিকা উৎপাদনের প্রস্তুতি নিলেও এর জন্য প্রয়োজনীয় বেশকিছু উপাদান এখনও তাদের হাতে পৌঁছায়নি। উপাদানগুলো শনিবার (৯ জানুয়ারি) পৌঁছাবে বলে আগে জানানো হয়েছিল।

কিন্তু, চীনে তৈরি ওই উপাদানগুলো রফতানি সংক্রান্ত লাইসেন্সের অপেক্ষায় থাকায় সেগুলো পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। এখন, টিকা বানানোর এসব উপাদান জানুয়ারির শেষ নাগাদ ব্রাজিলে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বিজ্ঞাপন

অপরদিকে, ফিয়োক্রুজ এখন বিভিন্ন উৎস থেকে টিকার পূর্ণাঙ্গ ডোজই নিয়ে আসার চেষ্টা করছে বলে জানিয়েছে রয়টার্স। তারা ভারতের কাছে ক্রয়াদেশ দেওয়া ২০ লাখ ডোজের বাইরে আরও টিকা চাইছে।

পাশাপাশি, ব্রাজিলের বায়োমেডিকেল সেন্টারটি এরই মধ্যে ভারত থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকার জরুরি ব্যবহারে অনুমোদন চেয়েছে। ভারতের পাঠানো টিকা চলতি মাসের মাঝামাঝি ব্রাজিলে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

করোনা টিকা জাইর বলসোনারো নরেন্দ্র মোদি ব্রাজিল ভারত

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর