Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত


১০ জানুয়ারি ২০২১ ১৫:২৪

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সুমিত কুমার কর হৃদয় (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।  শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আড়াইহাজার সড়কের ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার পাচঁগাও দেওয়ানপাড়া গ্রামের শেখর রঞ্জন করের ছেলে। নরসিংদী জেলা পুলিশে কর্মরত ছিলেন।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায় জানান, একটি অনুষ্ঠান শেষে দুইটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পেছনের মোটরসাইকেলটি সামনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় হৃদয় রাস্তার খুঁটির সঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় আড়াইহাজার হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও তিনজন। ৩ বছর আগে হৃদয় বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন।

 

নারায়ণগঞ্জ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর