যুক্তরাজ্যে করোনা আক্রান্ত ৩০ লাখ, মৃত্যু ৮০ হাজার
১০ জানুয়ারি ২০২১ ১৪:৪৭
যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে আর মৃতের মোট সংখ্যা ছাড়িয়েছে ৮০ হাজার। খবর আল-জাজিরা।
শনিবার (৯ জানুয়ারি) যুক্তরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে দেশটিতে ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ৯৩৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে এক হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যায় ইউরোপে ইতালির সঙ্গে শীর্ষস্থানে উঠে আসলো যুক্তরাজ্যে।
এদিকে, করোনা সংক্রমণ মোকাবিলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটিতে তৃতীয় দফায় লকডাউন আরোপ করেছেন। লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, করোনা সংক্রমণ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
পাশাপাশি, আল-জাজিরার লন্ডন সংবাদদাতা জানিয়েছেন – সেখানকার পরিস্থিতি সত্যিকার অর্থেই খারাপ।
অন্যদিকে, যুক্তরাজ্যের বেশিরভাগ মানুষ করোনা টিকাদান কর্মসূচির আওতায় না আসা পর্যন্ত হাসপাতালগুলোতে শয্যা সংকট চলতে থাকবে বলেও মনে করছে চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্টরা।
এ পর্যন্ত ১৫ লাখ মানুষ করোনা টিকাদান কর্মসূচির আওতায় এসেছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
এরই মধ্যে, ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা প্রয়োগের জন্য অনুমোদন দিয়েছে। পাশাপাশি, মডার্নার করোনা টিকা দেশটিতে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।