Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা, গ্রেফতার ৪


১০ জানুয়ারি ২০২১ ১৩:২৬

ঢাকা: নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতিতে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

রবিবার (১০ জানুয়ারি) দুপুরে সারাবাংলাকে এমন তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী। তিনি জানান, শনিবার মধ্যে রাতে অভিযান চালিয়ে চার প্রতারককে গ্রেফতার করা হয়। তারা রাজধানী ও আশপাশের এলাকায় অফিস খুলে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করেছিলেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- মো. সবুজ কাজী (৩৩), মো. শাওন মহলদার (২০), মো. মাহবুব আলম (৪৫) ও মো. আমিরুল ইসলাম (২৪)।

এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফরম, নিয়োগ বিজ্ঞপ্তি, অঙ্গীকারনামা, যোগদানপত্র, টাকা জমাদানের রশিদ, জাতীয় পরিচয়পত্র এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘তানহা এসোসিয়েটস লিমিটেড’ নামক একটি কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাতে আশুলিয়া থানাধীন ‘তানহা এসোসিয়েটস লিমিটেড’ এর অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয় টিম।

ভুয়া নিয়োগপত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর