৬২ যাত্রী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার
১০ জানুয়ারি ২০২১ ১১:১৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ১৩:৩৭
ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) জাকার্তা পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এর আগে স্থানীয় সময় শনিবার বিকেলে উড়োজাহাজটি উড্ডয়নের মাত্র চার মিনিট পরেই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিবিসির খবরে বলা হয়, শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজটির মডেল বোয়িং ৭৩৭-৫০০। এটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাকে যাচ্ছিল। এতে সর্বমোট ৬২ জন যাত্রী ছিলেন।
এএফপির ওই প্রতিবেদনে উড়োজাহাজ বিধ্বস্তের কোনো কারণ জানানো হয়নি। তবে কোনো যাত্রী বেঁচে আছেন বলে তারা আশা করছেন না। উদ্ধার অভিযান চলছে।
জাকার্তা পুলিশ জানিয়েছে, তারা দুটি ব্যাগ উদ্ধার করেছেন। যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও ডুবুরিদের মাধ্যমে উদ্ধারকাজ চালানো হচ্ছে।