Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একবছরে ধর্ষণের শিকার ৬২৬ শিশু, বাল্যবিবাহ বেড়েছে ৬০ শতাংশ’


৯ জানুয়ারি ২০২১ ২০:৫২ | আপডেট: ৯ জানুয়ারি ২০২১ ২১:৫৭

প্রতীকী ছবি

ঢাকা: গত একবছরে (২০২০ সালে) ৬২৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং বাল্যবিবাহ ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। এছাড়া গত বছর করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং শিশুদের জনসমাগমের অনুপস্থিতির পরও সারাদেশে শিশু ধর্ষণ ও বাল্যবিবাহের ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৯ জানুয়ারি) সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি-২০২০’ শিরোনামে শিশু অধিকার বিষয়ক সংবাদের আধেয়-বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করা হয়। এছাড়া এমজেএফ বাংলাদেশের শিশুদের সার্বিক নিরাপত্তা প্রদানে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে পাঁচটি জাতীয় বাংলা দৈনিক- প্রথম আলো, যুগান্তর, সমকাল, ইত্তেফাক, কালের কণ্ঠ এবং তিনটি জাতীয় ইংরেজি দৈনিক স্টার, নিউ এজ এবং ঢাকা ট্রিবিউনে প্রকাশিত শিশু অধিকার বিষয়ক সংবাদ পর্যালোচনা করে দেখা গেছে এই সময়ে ৭১৬ শিশু ধর্ষণের শিকার এবং বাল্যবিবাহ ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রায় বছরজুড়ে করোনা পরিস্থিতি সত্ত্বেও করোনাকালে ধর্ষণের শিকার হয়েছে ৬২৬ জন শিশু এবং এই সময়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৩৭ জন শিশুকে। অন্যদিকে বাল্য বিয়ের শিকার হয়েছে ১০১ শিশু।

এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনামের সঞ্চালনায় আজকের সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের শিশু-অধিকার বিষয়ক ককাসের সদস্য অ্যারোমা দত্ত এমপি। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মুহিবুজ্জান। এমজেএফের পরিচালনা বোর্ডের সদস্য ফাতেমা ইউসুফসহ এমজেএফের বিভিন্ন সহযোগী সংগঠন আলোচলায় অংশগ্রহণ করেন। সম্মেলনে ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি ২০২০’র সার্বিকচিত্র উপস্থাপন করেন এমজেএফের শিশু সুরক্ষা বিভাগের সমন্বয়ক রাফেজা শাহীন।

বিজ্ঞাপন

করোনা বাল্যবিবাহ মানুষের জন্য ফাইন্ডেশন শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর