টঙ্গীতে বাবার সঙ্গে অভিমান করে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা
৯ জানুয়ারি ২০২১ ১৯:৩৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০২১ ১৯:৩৬
টঙ্গী: দুই বোনের ঝগড়ার কারণে বকা দিয়েছিলেন বাবা। তাতেই অভিমান করে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে তাহিয়া ইসলাম সামিয়া (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থী। শুক্রবার (৮ জানুয়ারি) রাত ১১টায় টঙ্গীর গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার জোসাত্তা গ্রামের হক মিয়ার মেয়ে তাহিয়া। তারা টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থাকতো। এছাড়া সে টঙ্গীর স্থানীয় বোগদাদিয়া দরবা শরিফ মাদরাসার পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করতো।
তাহিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধায় সে তার ছোট বোন আনিশার সঙ্গে ঝগড়া করে। পরে তাদের বাবা ছোট মেয়ে আনিশাকে ঝগড়ার বিষয়টি নিয়ে বকাঝকা করেন। এতে হক মিয়ার বড় মেয়ে সামিয়া অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস নেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।