Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিজিএফ কার্ডের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ২


৯ জানুয়ারি ২০২১ ১৮:৫৪

নাটোর: জেলার নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ এলাকায় ভিজিএফের কার্ড দেওয়ার কথা বলে ডেকে এনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা হওয়ার পর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ান ও তার সহযোগী বকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ধর্ষণের ভিডিও ক্লিপ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২০২০ সালের ৩ অক্টোবর বিকেলে নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ এলাকার দিনমজুরের স্ত্রীকে ভিজিএফের কার্ড করে দেওয়ার কথা বলে ডেকে এনে ধর্ষণ করে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইব্রাহিম। এসময় তার দুই সহযোগী বকুল ও রেজাউল ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

পরে বিষয়টি জানাজানি হলে দুই মাস পর শুক্রবার রাতে নলডাঙ্গা থানায় ওই নারী বাদী হয়ে ইব্রাহিম, বকুল হোসেন ও রেজাউল করিমকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর পুলিশ রাতেই অভিযান চালিয়ে উপজেলার বাঁশভাগ এলাকা থেকে ইব্রাহিম দেওয়ান ও তার সহযোগী বকুলকে গ্রেফতার করে।

অপর আসামি রেজাউলকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।

ওয়ার্ড আওয়ামী লীগ গৃহবধূকে ধর্ষণ থানায় মামলা ধর্ষণের অভিযোগ ভিজিএফের কার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর