Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁওয়ে স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যা, স্বামী আটক


৯ জানুয়ারি ২০২১ ১৬:২৩ | আপডেট: ৯ জানুয়ারি ২০২১ ২২:১৮

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে স্ত্রীকে ও শ্যালিকাকে কুপিয়ে হত্যার ঘটনায় রনি মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবক পেশায় ভ্যানচালক। শিল্পাঞ্চল থানার আওতাধীন সমিতি বাজার এলাকায় পরিবারকে নিয়ে  ভাড়া বাসায় থাকতেন তিনি।

শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘দুই বোনকে কুপিয়ে হত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। শয়নকক্ষ থেকে তাদের মরদেহ পাওয়া যায়। নিহত দুই বোনের মধ্যে একজনের স্বামী রনি। সুরতহাল শেষে দুইজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বাসার গ্রিল কেটে রনিকে আটক করে এলাকাবাসী।পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ডের কথা জানিয়েছে পুলিশ।

রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় ভাড়া থাকতেন রনি ও ইয়াসমিন দম্পতি। জানা যায় ৪ মাস আগে পারিবারিক কলহের কারণে বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছদকে কেন্দ্র করে তখন থেকেই ইয়াসমিন ও তার বোন সিমুর উপর ক্ষোভ জন্ম নেয় রনির।

প্রাথমিকভাবে পুলিশ জানায়, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রনি তার স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে।

পরে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে সিআইডি। পরিবারের পরিবারের সদস্যরা জানান, রনি মাদাকাসক্ত ও জুয়া খেলতো। ইয়াসমিনের ঘরে ১১ বছরের ও ৩ বছরের দু’টি মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার বাঘাইকান্দি গ্রামে।

টপ নিউজ তেজগাঁও স্ত্রী ও শ্যালিকাকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর