Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু


৯ জানুয়ারি ২০২১ ১৫:৫৮

যশোর: জেলার খুলনা মহাসড়কের অভয়নগরের সরদার জুটমিলের সামনে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়াইল সদরের আকছিয়ার মোল্লার ছেলে রানা ও নড়াইল সদরের পঁচিশিয়ার হালিম মোল্লার ছেলে নাসিম।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, শনিবার দুপুরে সরদার জুট মিলের গেটের সামনে যাত্রীবাহী বাস ও আলুবোঝাই ট্রাকের মাঝখানে পড়ে মোটরসাইকেল আরোহী রানা ও নাসিম মারা যান। তাদের ব্যবহৃত পালসার মোটরসাইকেল (নড়াইল ল-১১-২৫০৭) মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

নিহতদের মরদেহ অভয়নগর হাইওয়ে ফাঁড়ি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা সরদার জুটমিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর