Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে হাসপাতালে আগুন, ১০ শিশুর প্রাণহানি


৯ জানুয়ারি ২০২১ ১৪:৪২ | আপডেট: ৯ জানুয়ারি ২০২১ ১৭:২৩

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে অগ্নিকাণ্ডে ১০ শিশু প্রাণ হারিয়েছে। শনিবার (৯ জানুয়ারি) ভোরে ভান্ডারা জেনারেল হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালের চিকিৎসক প্রমোদ খানদেতের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্টাফরা সাত নবজাতককে উদ্ধারে সক্ষম হয়েছে। কিন্তু আরও ১০ শিশুকে উদ্ধারের আগেই আগুনের তোপে তাদের পিছু হটতে হয়। মারা যাওয়া সকল শিশুর বয়স তিন মাসের মধ্যে।

এই ঘটনাকে ‘হৃদয় বিদারক ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবিলম্বে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

চিকিৎসক প্রমোদ খানদেত বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। স্টাফরা যত দ্রুত সম্ভব আগুন নেভাতে সক্ষম হয়েছে। শিশু গুলো ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।

১০ শিশুর প্রাণহানি টপ নিউজ ভারত হাসপাতালে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর