গাইবান্ধায় ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
৯ জানুয়ারি ২০২১ ১৩:০৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০২১ ১৩:০৬
গাইবান্ধা: গোবিন্দগঞ্জে একটি ব্রিজের নিচ থেকে চায়না কোম্পানির নিরাপত্তাকর্মী রাজু মিয়ার (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু মিয়া তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন রাজু মিয়া। শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে নয়াবাজার এলাকার একটি ব্রিজের নিচে লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান বলেন, হত্যার কারণ জানা যায়নি। শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রাজু মহাসড়ক সম্প্রসারণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কোম্পানিতে নিরাপত্তাকর্মীর কাজ করছিলেন। এ বিষয়ে একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।